বিএফইউজে নির্বাচনে শওকত মাহমুদ-আজিজ প্যানেল জয়ী
মতিনুজ্জামান মিটু, দ্য রিপোর্ট : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র (একাংশ) নির্বাচনে সভাপতি ও মহাসচিবসহ ১৭টি পদে শওকত মাহমুদ-এমএ আজিজ পরিষদের প্রার্থীরা জয়লাভ করেছেন। একটি সদস্য পদে মহিউদ্দিন-সাজু পরিষদের সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। সমান সংখ্যক ভোট পাওয়ায় সদস্যের একটি পদে ফলাফল স্থগিত রয়েছে।
সভাপতি পদে ইকোনমিক টাইমস এর শওকত মাহমুদ ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী গোলাম মহিউদ্দিন পেয়েছেন ৩৫ ভোট। মহাসচিব পদে সরাসরি অবস্থানে থেকে এম এ আজিজ ৯২ ভোট পেয়ে নির্বচিত হয়েছেন। এ পদে এলাহী নেওয়াজ খান সাজু ৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সহ-সভাপতির ৩টি পদে আমার দেশের এম আব্দুল্লাহ ১২৮ ভোট পেয়ে, সমাচারের নুরুল আমিন রোকন ১২৬ ভোট ও রাজশাহীর রেজাউল করিম রাজু (ইনকিলাব) ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহকারী মহাসচিবের ৩টি পদে বাংলাদেশ প্রতিদিনের ম. মোদাব্বের হোসেন ১৪০ ভোট, চট্টগ্রামের শাহনওয়াজ (নতুন বার্তা ডটকম) ১১১ ভোট ও মহাস্থান বগুড়ার মীর্জা সেলিম রেজা ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে নয়াদিগন্তের আহমদ মতিউর রহমান ১১১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সংগ্রামের ম. শহিদুল ইসলাম ১১৩ ভোট, দফতর সম্পাদক পদে দিগন্ত টিভির মোহাম্মদ ইমরান হোসাইন আনসারি ১০৮ ভোট ও প্রচার সম্পাদক সংগ্রামের আবু ইউসুফ ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্যের ৭ টির মধ্যে শওকত-আজিজ পরিষদের প্রার্থীরা ৫টি পদে জয়লাভ করেছেন। এই ৫টি পদে যশোরের দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু সর্বোচ্চ ১১০ ভোট, অর্থনীতি প্রতিদিনের ওবায়দুর রহমান শাহীন ১০৬ ভোট, সরাসরি’র কামার ফরিদ ১০২ ভোট, সকালের খবরের শামসুদ্দিন হারুন ৯৮ ভোট ও নিউএজ এর ম. সানাউল হক ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাকি ২টি’র মধ্যে একটিতে মহিউদ্দিন-সাজু পরিষদের সৈয়দ মেজবাহ উদ্দিন (দৈনিক কালের কন্ঠ ) ৯৫ ভোট পেয়ে নির্বাচিত এবং বাকি একটি পদে সমান সংখ্যক ৮৩টি করে ভোট পড়ায় ফলাফল স্থগিত রয়েছে।
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উত্তেজনার মাঝে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের মোট ১৯টি পদের জন্য রবিবার সকাল ৯টা থেকে দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা৩০ মিনিট পর্যন্ত বিরতি দিয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। মোট ১৮৬ জন ভোটারের মধ্যে ১৮৪ জন তাদের অধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা শেষে একই স্থানে বিদায়ী সভাপতি রুহল আমিন গাজী এবং নির্বাচিত সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম এ আজিজ প্রমুখ নেতৃবৃন্দ সমবেত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তারা ভোটের মধ্যে সৃষ্ট সকল উত্তেজনা পরিহার করে য়েডারেশনকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান।
(দ্য রিপোর্ট/এম/এমএআর/এইচএসএম/মার্চ ৩০, ২০১৪)